মার্গারেট অ্যাটউড এর কবিতা । ভাষান্তর নিশাত শারমিন শান্তা

0

মার্গারেট অ্যাটউড এর কবিতা
ভাষান্তরঃ নিশাত শারমিন শান্তা

বিবাহবসত

এ নহে সখা মাথার ওপর ছাদ,
নয়তো কোনো বেদুইনের তাঁবু
দোসরগাথা এসব আসর থেকে
একটু দূরে দাঁড়িয়ে জবুথবু
হিমেল হাওয়ায় জড়িয়ে আলোয়ান।

দাঁড়িয়ে থাকা বনের প্রান্ত ছুঁয়ে
মাখতে থাকা মরুঝড়ের বালি
সিমেন্টচটা একলা সিঁড়ির ধাপে
নিজের সাথে নিজের কাটাকুটি
যুগল জীবন ক্লান্ত করে প্রাণ?

হাঁটতে হাঁটতে আরও দূরের পথ
হাঁটতে হাঁটতে হিমনদীরই পার
ঠকঠকিয়ে কাঁপছি শীতে, দ্যাখো !
চকমকি হোক বাড়িয়ে দেওয়া হাত
যৌথআঁচে খুঁজি পরিত্রাণ।

প্রেমান্ধ

আমার মাঝে নিত্য তোমার বাস
বিদ্ধ কাঁটায় লিখছ সর্বনাশ
কাঁটা তো নয়, খোলা চোখের মাঝে
বড়শি গেঁথে দিচ্ছ সুতোয় টান

আমি তোমার ডাঙায় তোলা মাছ

এই ছবিটা আমার

ছবিটা তোলা হয়েছিল
অনেক দিন আগে।
প্রথম দেখায় মনে হতে পারে
রেখাগুলো ঘষে ঘষে কেউ
লেপ্টে দিয়েছে হলদেটে কাগজের গায়।

একমনে তাকিয়ে থাকলে
আধো আলো আধো ছায়া
সয়ে যাবে চোখে,
আর ছবির বাঁ কোণ ঘেঁষে
আড়মোড়া ভাঙবে একটা ডাল,
সেজে আছে সবুজ পাতায়।
কোন্ গাছ থেকে হাত বাড়িয়েছে
সেটা বোঝা না গেলেও
ডানদিকে ছুট লাগানোর তাড়াটা
চোখে পড়বেই ঠিকঠাক।
দৃষ্টি সে পথে ভাসিয়ে দিলেই
পথ আগলে দাঁড়াবে
শান্ত এক ঢাল
যাতে হেলান দিয়ে বসে আছে
ততোধিক শান্ত এক ঘর

না না, ঘরের ভেতর
উঁকি দেওয়ার দরকার নেই!
কেননা তার আগেই ছবিজুড়ে
লাফিয়ে উঠবে এক মায়াহ্রদ।
তাতে ছায়া ফেলবে
ফিরোজা আকাশ,
ধোঁয়াটে পাহাড় সারি।

(আমি জলে ডুবে যাবার পর
কে যেন তুলেছিল ছবিটা।
ওই যে গহীন হ্রদ,
ওই যে টলটলে জল,
তার মাঝেই তো
শুয়ে আছি আমি!!
ছবিতে অবশ্য একটা ঢেউও
দেখা যাচ্ছে না
স্তব্ধ, স্থির,
কিন্তু, তাতে কী??
আপাতশান্ত ওই স্তব্ধতার নীচেই তো
লুকিয়ে রেখেছি সব কথা,
সব ব্যথা,
পাওয়া-না পাওয়ার যত
যোগ বিয়োগ গুণ ভাগ

অত আঁতিপাতি করে
খুঁজলেই কি মেলে সব?
এত গভীর থেকে
কিভাবেই বা বোঝাই
কোন্ অতলে
আছি?
কিভাবে আছি?
আর কে না জানে,
আলো আর জল হাতে হাত রাখলেই
বিভ্রম জন্মায়?

সে একটু বিভ্রম রইলোই বা?
শুধু একটুখানি সময়,
একটু মনোযোগ দিয়ে
ছবিটায় চোখ রাখলে
আমাকে দেখতে পাবেই,
নিশ্চিত )

কবি পরিচিতিঃ
মার্গারেট অ্যালেনর অ্যাটউড একজন কানাডিয়ান কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক। ১৯৩৯ সালে জন্ম নেওয়া এই লেখিকা তাঁর ৮২ বছরের জীবনে লিখেছেন ১৮টা কবিতার বই, ১৮টা উপন্যাস এবং অসংখ্য ননফিকশন আর বাচ্চাদের বই। বিভিন্ন পুরস্কারের পাশাপাশি দুইবার বুকার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.