Showing 1 of 1
আমার জীবদ্দশায়
ছোট
গাছগুলো
বেড়ে
অনেক
দীর্ঘ হয়েছে
IN MY TIME
সৈকতের গান
ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে পাথরের ওপর
বারবার বারবার বারবার
সকাল থেকে সন্ধ্যা
সন্ধ্যা থেকে সকাল
নিরবধি নিরবধি নিরবধি
SHORE SONG
মরণের মানে
এটা
হলো
সকালের
কফি
পানের
সমাপ্তি
THE MEANING OF DEATH
যেভাবো দেখো
রেললাইনের
পাশে
পড়ে আছে
একটা লাল উলের গ্লাভস
সপ্তাখানেক
হলো
এটা এখানে
পড়ে আছে
অন্য গ্লাভসটি
হারিয়ে গেছে
POINT OF VIEW
শোক সংবাদ
মৃত্যুর খবরগুলো
আজকাল সব আমি
পড়ি
কেন পড়ি
ঠিক জানি না
জীবনগুলো
অহরহ শেষ হয়ে যাচ্ছে
অহরহ
OBITUARY
কবিতার অলঙ্করণ: হিম ঋতব্রত।
পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Showing 1 of 1