কবিতা। আমি থাকি নির্জন শ্রমন। আশীক রহমান

0

( উৎসর্গ: বদরে মুনীর, অনুজ কবিবন্ধু)

তাই বলে সবকিছু দেব না আমার-
লুক্কায়িত কন্দমূল, গোপন দ্রাক্ষার কুঞ্জ
দেব না তোমাকে।
অমূল্য স্বর্ণমুদ্রাটি দিয়ে ফেলে আমি
ফতুর-ফকির হয়ে যাব!
এই খরা-অভাবের দেশে
শেষে আমি কার দ্বারে যেয়ে বল
বিরক্তির কড়া নাড়া দেব!?

নুনের সাগর আমি সাঁতরে এসেছি;
জেনেছি সঞ্চয় বিনা মানুষ ফানুস!
হৈ হৈ কাণ্ড ডেকেছে অনেক, যাই নাই,
রৈ রৈ কাণ্ড ডেকে গেছে, যাই নাই আমি।
এইসব ফিকে হয়ে গেলে ( জানি-
সময়ের রোদে সব একদিন ফিকে হয়ে যাবে)
মানুষ শূন্য তাঁবুর মত
ফাঁকা আর একা পড়ে থাকে
প্রান্তরের সীমানায়।

মানুষের সাথে মানুষের
সম্পর্ক প্রেমের, জানি,
শেষাবধি, জানি- আত্মপ্রেম ধ্রুব।
এ্যামিবার মত আমি আত্মপ্রেমে
দ্বিখণ্ডিত হই…
চার হই…আট হই…সংখ্যাতীত হই…।
আমার অনেক নিয়ে,
অনেক পৃথিবী নিয়ে,
অনেক আকাশ নিয়ে
আমি থাকি নিভৃত-নৃপতি
নির্জন-শ্রমন।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.