ভাঁটফুলসূত্র ই-সাময়িকী চতুর্থ সংখ্যা ২০২১

0

সৃষ্টিশীলতা মানুষকে শক্তি দেয়; পথও দেখায়। সাহিত্য ও শিল্পকর্ম যেমন ব্যক্তি ও সমষ্টির আবেগ, বোধি ও প্রজ্ঞার সরাসরি কিংবা প্রতীকী প্রকাশ যা ক্রমাগত দূরে সরে যাওয়া মুহূর্তগুলিকে স্পর্শ করতে চায়। তেমনি ধ্বনির অর্থময় কিংবা আপাত অর্থহীন প্রকাশও শব্দকে শক্তিতে পরিণত করতে পারে, বিশেষত সংগীত ও কবিতায়। মানুষের প্রাত্যহিক শব্দভাণ্ডার থেকে জীবন ও প্রকৃতির চিত্রকল্প আঁকতে উদ্বুদ্ধ হয়ে একজন কবি অতিব্যবহৃত শব্দকেও ভিন্ন দ্যোতনায় হাজির করেন এবং চলমান জীবনের সম্পর্ক ও বিরোধকে পুন:সৃজন করেন মহত্তর বোধিচক্রে। এ কারণেই হয়তো শিল্প ও সাহিত্যকর্ম প্রজ্ঞার সারাৎসার হয়েও অপ্রতিরোধ্য ইঙ্গিতময়তায় সৃষ্টি-পথের প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে সচেষ্ট; আর তা অনিবার্যভাবেই নতুন পথ ও অভিব্যক্তির সৃষ্টি করে। এই বৈশ্বিক মহামারীকালে মানুষের জীবন ও জীবিকা বিপদগ্রস্ত; এ সংকট একদিন কেটে যাবে, মানুষের প্রাণশক্তিকে স্তব্ধ করতে পারবে না কখনোই। বাস্তবের মানুষ কখনো পাখি হয়ে উড়তে চায়, খণ্ড খণ্ড দৃশ্যকল্পে অখণ্ড আকাশের জন্যও কাতর হয়।ভয় ও মারীর ভেতরে জীবনতৃষার পরশে জেগে আছি আমরা।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.