ভাঁটফুলসূত্র ই-সাময়িকী দ্বিতীয় সংখ্যা ২০২০

0
ভাঁটফুলসূত্র ই-সাময়িকী সংখ্যা-২

কে-যে কোন পথে, পৃথিবীর পথে পথে কেমন চিহ্ন এঁকে যায়- কী সন্ধানে তার খবর জানি! একজন মজুর, একজন পানবিক্রেতা কিংবা একজন  কবি, লেখক বা ছবি আঁকিয়ে- একই সমান্তরালে ভিন্ন ভিন্ন সময় বাস্তবতা কী পরাবাস্তবতায় নিজস্ব জগৎ বিনির্মাণ  করেন, তাকে পুনঃসৃজনে বাঁধেন, গড়েন ভাঙেন- এক অন্তহীন পথ চলায় একজন আব্দুস সালাম, শিল্পী, ভাবুক- রুক্ষ প্রান্তরেও রঙের আলপনা আঁকেন, সময়কে অতিক্রম করে বোধের অতীত এক বোধের দুনিয়ায়, জীবনের অলাতচক্রে হৃদচিহ্ন বোনার সারাৎসার খোঁজেন। 

আমরা ভাঁটফুলসূত্র দ্বিতীয় সংখ্যা- অতিমারীর ভ্রুকুটি ডিঙিয়ে এক বিস্ময়, ঘোরলাগা বিষাদ ও উৎসারণে রঙের কারিগর, শিল্পী আব্দুস সালামের করকমলে উৎসর্গ করি।

ভাঁটফুলসূত্র চায় রোদ-বৃষ্টি, পথ ও পথিক, জীবন ও মৃত্যুর পিঠাপিঠি দুই ভাই, মায়া!

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.