দুটি অণুগল্প। মাহমুদুল হক আরিফ

0

তুলনামূলক

একটা হুইসেল। পরক্ষণেই ট্রেনটা প্লাটফর্ম ছেড়ে আস্তে আস্তে বেড়িয়ে গেল। মাত্র দুই মিনিটের জন্য ট্রেন ফেল করল মহিন।
স্টেশন মাস্টার বললেন— বসুন। আপনিসহ তিনজন আজ সকালে রাইট টাইমে পৌঁছতে পারেনি! চাকুরি জীবনের প্রথম দিকে বিষয়টি আমার খুব খারাপ লাগত। এই একই রুটে পরবর্তী ট্রেন দুই ঘন্টা বিশ মিনিট পর।
এরপর আরো একটি ট্রেন আসলো, দুই ভদ্রলোক স্টেশন মাস্টারের রুমে আসলেন। তারাও আমার মতো ট্রেন মিস করেছে।
স্টেশন মাস্টার বললেন, আপনাদের রুটের ট্রেন আসতে আরো সাত ঘন্টা। বসবেন, নাকি ঘুরে আসবেন।
হতাশ মহিন ওদের ট্রেন আসার ব্যবধান শুনে নিজেকে পুনরায় ভাগ্যবান ভাবা শুরু করল।

সিনেমা ঠায় ঠিকানা

নায়িকা হেঁটে আসছে, পাঁচ তারকা হোটেল লবি দিয়ে। ক্যামেরা চলে যাচ্ছে— একবার বুকে, আরেকবার পাছায়। শরীর! শুধু দুটো অংশ! এভাবে বারবার অনুসরণ করল ক্যামেরা। পুল সাইডে পৌঁছে গেল নায়িকা সংক্ষিপ্ত পোষাকে নেমে গেল জলে।
দূরে দাঁড়িয়ে আছে নায়ক। সে কল্পনায় প্রবেশ করল। এবার উভয়ে মিলে নাচছেন সুইজারল্যান্ডে। প্রতি অন্তরায় এক একটি দেশ ঘুরে আবার ফিরল পুলে, ক্যামেরা আবার নায়িকার বুকে!

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.