আন্না আখমাতোভার কবিতা । মূল রুশ থেকে ভাষান্তর আলোময় বিশ্বাস
ক্রুশের প্রতিরূপ
আমাকে কবরে দেখে কেঁদোনা মা।
১
এই মহৎ সময় ছিলো বর্ণবলয় আর বজ্রপাতের
ঐকতান, যেনো দেবদূতের; আকাশ হতে গলে পড়ছিল আগুন।
সে তার পিতাকে বলল,’ আমার প্রয়োজন কি ফুরিয়ে গেছে?’
আর মাকে বলল,’কেঁদোনা মা …‘
২
মাগদালিনা লড়েছে, কেঁদেছে আর অভিযোগ করেছে
পিটার ডুবে ছিল পাথরের গর্তে …
শুধু সেখানে, যেখানটায় মা একা দাঁড়িয়ে ছিলো
সেখানে কারো নজর পড়েনি, এক পলকও নয়।
পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য