ভোরের আগে
কিন্তু
ভালোবাসার মতই অন্ধ
এই তীরন্দাজ!
সবুজ রাতে যে তীর
ভেদ করে যায়
উষ্ণ পদ্মকে!
চাঁদের মৃত্যু হয়
থেমে থেমে বেগুনী মেঘেরা কাঁপে!
এবং তাদের কাঁপন
কুয়াশায় পূর্ণ।
হায়!
ভালোবাসার মতই অন্ধ
এই তীরন্দাজ!
গাঢ় মৃত্যু
আমি স্বপ্নের ঘুম ঘুমাতে চাই
কবরের কোলাহল ভেঙে আর্দ্র
আমি ঘুমাতে চাই, স্বপ্নে ছেলেটি আসে
যে হৃদয় ফেলে আসতে চায়
দীর্ঘ সমুদ্রে!
আমি আর শুনতে চাই না
সেই মৃতের শরীরে রক্ত নেই
দুর্গন্ধের মুখ চাইছে তৃষ্ণায় জল
আমি জানতে চাই না
সবুজ ঘাসের ওপর নিপীড়ন কলা
অথবা চাঁদের সাথে একটা ধূর্ত মুখ
পরিশ্রমে অচল!
আমি ঘুমাতে চাই এক মুহূর্তের জন্য;
এক মুহূর্ত, কিছুটা সময়
অথবা শতাব্দী ধরে;
কিন্তু তারা জানবে।
তাদের জানতে হবে আমি মরিনি।
আমার ঠোঁটে আছে আজীবন স্বর্ণ সুন্দর
আমি আছি ছোট্ট বন্ধুর পশ্চিম
ডানায়; আমি তীব্র ছায়া আমার কান্নার!
এক ভোরে আমাকে ঢেকে দিও পর্দায়।
ভোর মুঠো ভরে বিষ ছুঁড়ে দিতে পারে,
বরফ জলে ভিজে যেতে পারে আমার জুতো
যেভাবে কাটা বিচ্ছু গড়িয়ে পড়ে!
আমি ঘুমাতে চাই স্বপ্নের ঘুম
আমি জানতে চাই কান্নাকে, পৃথিবী ধুয়ে দিতে—
আমি বাঁচতে চাই অন্ধকারের সেই শিশুটির জন্য
যে তার হৃদয় ফেলে আসতে চায় দীর্ঘ সমুদ্রে!
আদম
কোনো এক ভোরে রক্তবৃক্ষের ভেতর থেকে
সদ্যপ্রসূত হাওয়া জন্ম নিলো।
অস্তিত্বের প্রথম শব্দই কান্না;
কাচের থেকে ধাক্কা খেয়ে সে হাহাকার
এখন একটি পাতাঝরা হাড়ের বৃক্ষ!
নতুন ঊষা হেসে জয় করে নেয়
রূপকথার দেয়াল, রক্তশিরায় দৌড়ায়
আপেল বীজের মিথ।
আদমের স্বপ্ন নরম মাটির তাপে জন্ম
নেবে নতুন এক প্রজন্ম
চিবুকে থাকবে হাসির ফোয়ারা।
অথচ স্বাপ্নিক সেই অন্ধকারের আদম ভাবে,
চন্দ্রের বীজহীন পাথরে আলোর শিশুটি পুড়েই যাবে!
ফেদেরিকো গার্সিয়া লোরকার পুরো নাম ফেদেরিকো দেল সাগরাদো কোরাসন দে হেসুস গার্সিয়া লোরকা। জন্ম : ১৮৯৮ সালের ৫ জানুয়ারি। স্পেনের এই বিশ্বখ্যাত কবি, নাট্যকার ও নাট্য পরিচালককে ১৯৩৬ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী মিলিশিয়ারা গুলি করে হত্যা করেছিল।