করপুটে কেবলই রোদ্দুর
এই সব বিভ্রান্ত দুপুর করপুটে কেবলই রোদ্দুর নিয়ে আসে:
চেয়ে দ্যাখো-একা একা পুড়ছে আকাশ, মেঘও নেই পাশে।।
প্রেম এখনো হয়’নি ব্লাকহোল হয়নি
প্রেম এখনো হয়’নি ব্লাকহোল
তোমার গোপন গম্বুজের মতো গোল
পৃথিবী হতে।
চোখ তুলে দ্যাখো হে সুদূরতমা,
এ হৃদয় গঙ্গায় অনন্ত নক্ষত্র ফুল হয়ে
ফুটে আছে।
পৃথিবীর আষাঢ়-শ্রাবণ
তুমি জানলে না,
ঠিক যতবার আমি খুঁজেছি তোমায়
ততো ফোঁটা বৃষ্টি পড়ে
এই নীল পৃথিবীর আষাঢ়ে-শ্রাবণে।
পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য