স্বপন নাগ এর কবিতা ‘নতুনের যাত্রাপালা’

0

কবিতা

স্বপন নাগ

নতুনের যাত্রাপালা

আমাকে কেন শেখাও জিতবার কারিকুরি ?
শিখব বলে আমি এসেছি একা একা।
কী আছে জেতার মত ?
যদি না-জিতিই, তবে এ সফর বিফল হবে ?
জেতা না -জেতার মাঝে আরো এক যে-পৃথিবী
তাকে কি ভুলে যাব !
ভুলেছি আকাশে চাঁদ, পাখিদের ঘরে -ফেরা,
প্রিয়জন কাছে দূরের, ভুলে এই স্বেচ্ছা ভাসান :
কোথা’ যায়, কত দূরে ?
গলাজল সর্বনাশের গভীরে ডুবেই আছি –
ডুবে যাওয়া সহজ যত, ভেসে থাকা ঠিক তত নয় !

কতদিন এমন গেল, একে এক বন্ধ কপাট
অথচ নগ্ন হলেই খুলে যায় অবাধ আকাশ,
গূঢ় এই সত্যটিকে আড়ালে রাখলে বলো
তাতে কার প্রাপ্তি জোটে ?
যে বালক মেলার ভিড়ে হারিয়ে দিকদিশাহীন
খুঁজে দিতে পাবার হদিস যদি সাধ আজও জাগে
বুঝি এই জীবন আমায় এখনো শেখাতে চায় ;
আর তো কিছুই না হে, হেসেখেলে ছোট্ট জীবন !

আর কারো সম্মুখে নয়, যদি হই নতজানু
তবে হে অমল জীবন প্রণতি নাও অধমের।
আমাকে বাঁচতে শেখাও
হে অসীম, হে গাঢ় নীল, আমাকে জাগতে শেখাও।
আকাশে রঙের খেলা ভোরে আর সান্ধ্যক্ষণে
কী রঙে, কোন্ ইশারা, জানে যে, সে-ই জানে –
এ জীবন গল্প শোনায় প্রাণের ও হরেক রঙের।
চেনো যাকে কিংবা নিছক অচেনা ঐ যে মানুষ
দুয়ারে দাঁড়ায় যদি, ডেকে নাও যত্ন করে।
ধুয়ে দাও ধূলোয় ঢাকা ফুটিফাটা ক্লান্ত দু’পা,
পেতে দাও আসনখানা, গেলাসে পাতকুয়ো-জল ;
তাকে দাও সখ্য তোমার, তাকে দাও অতিথ্-আদর।

যদি আর না-ই ফিরি ফের,
যদি এই তুমুল ঝড়ে ছিঁড়ে যায় পলকা এ পাল,
আমি তবে ভাসতে থাকি অজানার দূর ঠিকানায়।
যেটুকু থাকবে পড়ে, পড়ে থাক স্মৃতির কাদায়
কিছু কি থাকে বাকি ?
থাকে না। শুধু নতুন আবারও মাথা তোলে !

আবারও শুরু হবে নতুনের যাত্রাপালা …

 

 

 

 

 

 

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.