বেনজামিন রিয়াজী’র ২টি কবিতা

0
Showing 1 of 1

বেনজামিন রিয়াজী’র ২টি কবিতা

আকাশ দেব পাড়ি

তুমি যদি চাও আমি পাবো
দেখা হবে তোমার আমার
তোমাকে খুঁজেছি আমি খুঁজি
কে আমি কিছুই নয় বুঝি।
তবু আমি এতো অহংকারী
ভেবেছি আকাশ দেবো পাড়ি!

 

স্পর্শহীনতার মত রতি

কিছু আলো
কিছু অন্ধকার-
তোমার শরীর ঘিরে শরীর আমার।
ঘোর লাগা আমাদের চোখ
চেয়ে দেখে ছায়াপথ
ঐ দূর তারার আলোক,
বৃক্ষরাজি মেঘপুঞ্জ
ধাবমান বাতাসের গান,
ভেসে আসে আমাদের কানে
কোথায় ফুটেছে ফুল সেই শব্দ;
পুষ্পঘ্রাণ মাখা নাভিমূল,
রক্তের লবণস্বাদে উন্মাদনা বিপন্ন ব্যাকুল।

এ সকলই সত্যি নাকি?
তুমি আমি কেবলই কল্পনা?
আকাশ নক্ষত্র মেঘ বায়ু ফুল শুধুই বিভ্রম?

তবে তুমি জ্বালাও অনল।
পুড়ে যাক দেহসত্ত্ব ইন্দ্রিয়-আধার,
যেখানে তুমি ও আমি খুঁজে পাবো
স্পর্শহীনতার মত রতি।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Showing 1 of 1
Share.

Comments are closed.