নীলিম কুমার এর কবিতা । মূল অহমিয়া থেকে ভাষান্তর বাসুদেব দাস

0

নীলিম কুমার এর কবিতা
মূল অহমিয়া থেকে ভাষান্তরঃ বাসুদেব দাস

মায়া

আমার ঘরের হেলানো ছায়ার নিচে অপেক্ষা করছিল মায়া।
তার গন্ধ পেয়ে আমি কাছে গিয়েছিলাম।
খামচে ধরেছিলাম মোমের মতো মসৃণ তার দুটি হাত।
আমার কানে আলগোছে ঠোঁট দুটি গুজে সে ফিসফিস করে
যে কথা বলল মটমট করে ভাঙতে শুরু করল আমার ঘর
খসে পড়ল চালের সঙ্গে সিলিং, টুকরো টুকরো হয়ে গেল
চারটে খুঁটির সঙ্গে আমার বিছানা,ইস আস করতে লাগল
কাপড়ের সঙ্গে ছিন্নভিন্ন হওয়া আমার আলনাটা
খান খান করে ভেঙ্গে গেল আমার কাচের আলমারি,ছিটকে পড়ল
আলমারিতে থাকা বই মাটির ফুলদানি মাটির পুতুল
কালির দোয়াত। অভিমানে ঝনঝন করে ভেঙ্গে গেল
আমার প্রিয় আয়না ছিটকে পড়ল চেয়ার টেবিল,টেবিলের ওপরের
গ্লাস জলের বোতল চশমা । জ্বলে উঠলন
রান্নাঘরের সমস্ত বাসনপত্র অদ্ভুত ভাঁজ ধরে বাসনগুলি
ঠনঠন করে
উঠল বন্দি জল মুক্ত হল বালতি গড়িয়ে-
ঘেউঘেউ করে উঠল আমার সবচেয়ে আদরের পোষা কুকুরটা…

মায়া আমাকে জড়িয়ে ধরে বলল-
‘এই ঘর মিথ্যা, আগুন জল বাতাস আকাশ সমস্তই মিথ্যা
এই জগত মিথ্যা’
আমি ভাবলাম-তাহলে আমিও মিথ্যা,এই কুকুরটাও মিথ্যা-যে
ঘেউ ঘেউ করছে। ভাবার সঙ্গে সঙ্গে কুকুরটা আমাকে কামড়ানোর জন্য
তেড়ে এল। দৌড়ে দৌড়ে আমি পালাতে লাগলাম । কিন্তু
কুকুরটা আমার পায়ে কামড়ে ধরল এবং জিজ্ঞেস করল-
‘যদি তুমিও মিথ্যা, আমি ও মিথ্যা,তাহলে আমার ভয়ে
তুমি পালাচ্ছ কেন?’

মায়া আমার দিকে চোখের ইশারা করল আর আমি বললাম
যে এই পালানোটাও মিথ্যা

পাখা

আমি পাখা নিলেই
বাঁশগাছের ঝরাপাতার নিচে
শুয়ে থাকা বাতাস
সুরসুর করে চলে আসে
আমার পাখার বাতাস হওয়ার জন্য

আমি পাখা নিলেই
ধানখেত থেকে
ঝির ঝির বাতাসও চলে আসে
আমার পাখার বাতাস হওয়ার জন্য
সরষের ফুলের মধ্যে খেলতে থাকা
হলদে বাতাসও চলে আসে
আমার পাখার বাতাস হওয়ার জন্য

আমার পাখার বাতাস হওয়ার জন্য
গাছের খোড়ল থেকে নেমে আসে বাতাস
পাখির বাসা থেকে নেমে আসে বাতাস
নদীকে ছেড়ে চলে আসে নদীতীরের বাতাস

একদিন দেখলাম –
আমার বিছানায় পড়ে থাকা পাখাটার কাছে এসেছে
এক ঝাক সামুদ্রিক বাতাস
আর কাকৃতি মিনতি করে পাখাকে বলছে –
‘আমাকেও হতে দাও তোমার বাতাস
তোমার বাতাস…’

কে তৈরি করেছিল এই পাখা
পাখা তৈরি করার সময় কে
কী যাদু মাখিয়ে দিয়েছিল আমার পাখায়?
কী যাদু মাখিয়ে দিয়েছিল
কী যাদু মাখিয়ে দিয়েছিল?

কবি পরিচিতি
সাম্প্রতিক অসমের অত্যন্ত জনপ্রিয় এবং বিতর্কিত কবি নীলিম কুমার ১৯৬২ সনে অসমের বরপেটায় জন্মগ্রহণ করেন। পেশায় চিকিৎসক। প্রকাশিত গ্রন্থ ‘আচিনার অসুখ’,’স্বপ্নর রেলগাড়ী’,’জোনাক ভালপোয়া তিরোতাজনী’,’নীলিল্ম কুমারর শ্রেষ্ঠ কবিতা’ইত্যাদি।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.