কবিতা
শৈবাল আদিত্য
র’ কবিতা
দ্যাখো, সন ধান লাগিয়েছি আমাদের মাঠে৷
এবার আনন্দের মৌসুম জুড়ে
মুখর বৃষ্টি নামুক,
সরু সরু প্রচল আলের রেখা ভেঙে
নেচে নেচে কৃষ্ণ-কৃষক;
গেয়ে যাবো ফসলের গান ফসিলের গান
চন্দ্রাহত দুঃখিনী নদীর গান
কচুরীফুলের ছলছলে ডাগর চোখে
ভেসে ভেসে বেজেছিলো বীণা,
উজানের সুর আর তাবৎ স্রোতের ইতিহাস৷
ও আমার পাললিক ভূমি
ও আমার অন্তর্পাঠ…
আমায় ধ্যানস্থ কর অপার মৌনতায়
আমায় জলস্থ কর শেকড়ের গায়
আমায় নতজানু কর
সুসুন্দরের প্রতীক্ষায়৷
পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য