২টি কবিতা। কুমকুম বৈদ্য

0

কবিতার বই

শুধু মাত্র তার পরেও থেকে যাবে
তার প্রেমিকের ডাক নাম
এই ভেবে যে মেয়েটি
কবিতার বই চেয়েছিল ছাপাখানার মালিকের কাছে
আজ সেই খাতা জলে ভিজে ঝাপসা
তুমি তাকে চুল্লির সন্ধান দাও

সাদা কবিতা

এত ধৈর্য নেই আমার এই বলে
চলে গেল বইয়ের ভূমিকা
সূচীপত্র ধরে রাখতে চেয়েছিল
সবকটি সঠিক কবিতা
কবিতার মত যারা ছিল সেই দলে
একে একে ইস্তফা দিল
তারা সব রেডিওর জিঙ্গেল হল
নামকরণে ছিল মস্ত বানান ভুল

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.