প্রাচীন পাথরখণ্ডটি শুয়ে ছিল ভোরের শিশিরে।
একটি শিশু তাকে ডাকল— এই ফুল এই ফুল,
কী নাম গো তোমার?
শিশুর সরলতার কাছে হার মেনে পাথরখণ্ড বলল,
আমি পাথরফুল।
আজকাল এমন দৃশ্যালোকের তৃষ্ণায় অপেক্ষা করি—
কোনো পাথরঅস্তিত্ব দেখলেই মৃদুস্বরে ডাকি—
এই ফুল এই ফুল!
কখনো সেই অস্তিত্ব থেকে শুনতে পাই এক সরল প্রতিধ্বনি— আমি পাথরফুল।
পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য