অরহান ভেলির কবিতা। ভাষান্তর আলোময় বিশ্বাস

0

অরহান ভেলির কবিতা

ভাষান্তরঃ আলোময় বিশ্বাস

আরেকটি ভ্রমণের গল্প

তোমাকে অভিবাদন, আশাহত আমার বেদনা!
গতকাল মরে গেছে, ধূসর চোখের রাজা।
শরতের সন্ধ্যা ছিলো রক্তবর্ণ আর গুমোট হাওয়ার সময়
যখন আমার স্বামী ঘরে ফিরে শান্তস্বরে বলেছিলোঃ
‘তোমাকে বলি, পুরানো এক ওক গাছের নীচে পাওয়া যায়
তার লাশ, মৃগয়ায় ছিলেন তিনি
সেখান থেকেই নিয়ে আসা হয়েছে।

রাণীর জন্য দুঃখ হয়, সে তো এখনও পূর্ণ যুবতী।
একটি রাতেই যেন ফ্যাঁকাসে হয়ে গেলেন তিনি’।

এই বলে, ফায়ারপ্লেসের পাশ থেকে পাইপটা নিয়ে
তিনি রাতের কাজের পথে পা রাখলেন।
এখন আমি আমার মেয়ের ঘুম ভাঙাতে চাই
আমি তার ধূসর চোখের ওপর আমার চোখ রাখবো
জানালার বাইরে বার্চবনে মর্মরধ্বনি, তারা নিরন্তর
বলে যায় ‘এই পৃথিবীতে তোমার রাজা বলে
আর কেউ নেই…’।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.