হাইকু

0

মুহাইমীন আরিফ


ঘুড়ির গোঁৎ
ওড়া আশা-হতাশা
নাটাই টান


মাছশরীর
জালের সুতোপ্যাঁচ
জেলের হাসি


ওড়া জোনাক
রাতের বন-সাজ
সবুজ তারা


বুড়ির প্রেম
আকাশঘরে চাঁদ
প্রহরী মেঘ


শস্যখেত
বিশাল পাকশালা
রাঁধে কৃষক

স্বপন নাগ

১.
পুরনো খামে
হরফগুলি নত
শেষ প্রণামে।

২.
অচেনা গ্রাম
লিখতে চেয়েছিল
কার যে নাম!

অমিতাভ সরকার


আকাশ মেঘ
রোষের পাশাপাশি
দুঃখের মন।


দূরের বাতাস
মেঘের ছায়াছবি
দুঃখী মন।

অপর্ণা বসু


ধানের শীষে
একটি শিশির ফোঁটা
হীরের কুচি।


দুপুর বেলা
একলা ঘুঘুর ডাক
গাছের ছায়া।


শান্ত পুকুর
ছোট্টো খোলামকুচি
তুললো ঢেউ।

রফিক জিবরান

১.
ধ্যানবিন্দু—
নিখিল দিগন্ত,
চিদানন্দ

২.
পাখির চোখ—
উড়ে ঝড়ের মন,
দূরের পথ

৩.
জোনাকি আলো—
ধীরে ধ্যানের ফুল,
সরল পথ


হলুদবন,
নিষিক্ত বাসনা—
ঝরা বকুল

সাদাত সায়েম


একটা খাঁচা
একলা পাখি ডাকে
নিহত সুর


শিউলি ভোর
মৃদু বাতাস ওড়ে
প্রেমাতাল


গোধূলি বেলা
হারানো মুখ ফেরে
পুকুর ঘাট


মেঘের দিন
চিল চিঁ-হিঁ-হিঁ ডাকে
দুঃখী মন


পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.