সাদাত সায়েম এর ছড়া ‘বৃষ্টি’

0

বৃষ্টি
সাদাত সায়েম

বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে
উঠছে হাওয়া দমকা।
জল পড়ছে, জল পড়ছে
ভিজছে আমার চশমা।
ছল করছে, ছল করছে
উড়ছে মেঘের ওড়না।
কল করছে, কল করছে
জমছে তাল কাহারবা।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.