Showing 1 of 1
অভিসারী
একে একে সব খুলছে কপাট, অন্ধ বাতাস মুক্ত একলা…
জবা গোঁজা চুল মহুয়া ঝরায়ে, নৈঃশব্দ্য সহযাত্রী।
তোমার শরীরে আল্পনা আঁকে মঙ্গলদীপ
জোনাক আলো।
চেয়ে দ্যাখো, ওই ঝলসানো চাঁদ জোয়ারের জলে
মাহুলি জোৎস্না-
ঘাসের আঁচলে সাজাবে সন্ধ্যা একটি রজনীগন্ধা।
খোলা জানালায় ভাঁজ হয়ে বয় রুপালি আলোর ঝর্না।
যুগলবন্ধন
হাতটা বাড়াও সটান সোজা বন্ধু-চিরন্তন
হাতের ওপর হাতটি রাখো
উষ্ণতার হোক বিনিময় প্রাণচ্ছটায়।
অনায়াসে ছুঁতে পারো আঙুলগুলো, তালুর রেখা মানচিত্র।
হাতের ওপর হাতটি তোমার, সমীকরণ নয়তো শুধু বইতে পারার
‘আমি’ তখন ‘আমাদের’ও সে অনুভব ধারণ করার
- ব্যবহৃত ইমেজটি istockphoto থেকে নেয়া হয়েছে।
পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Showing 1 of 1