লালন নূর এর একগুচ্ছ কবিতা

0

কবিতা

লালন নূর

নিদ্রা ও নুনের মোকাম

কে ভাঙিলো কাঁচা নিদ্রা—এপিটাফের চুন
কে ছিটালো কাটা ঘায়ে আয়োডিনের নুন

নুন ছিটালো ফালি করে কাটা কাঁচা আমে
জিভের জলে নিদ্রা ভাঙে কামে ও অ-কামে

দোঁহের নুনেই ভেসে চলি নদী যেমন জলে
তোমার-আমার ডুবাডুবি মোকাম খোঁজা ছলে

মনোবাঞ্ছা

যেহেতু মর্মেই ছিলো অসুখের জামদানি
দৃশ্যত কৌশল হেতু সেই রূপ আমি জানি

তোমাকেই বাঞ্ছা করি মতান্তরে কৃষ্ণপক্ষে
সেহেতু পুষ্প ব্যঞ্জনা জেগে থাকে গূঢ় লক্ষ্যে

নাম সংকীর্তন

তোমার সাথেই খুলেছি গিটঠু মন্ত্র ও রজ্জুর
পালকের নামে উড়াবো নিজের ঘূর্ণি ও রোদ্দুর

অবুঝ বৃষ্টির ঘুড়ি

আমি সেই প্রাণবন্ত ঘুড়ি তুমি যার সূতা ধরে আছো
অবুঝ বৃষ্টির প্রথা মেনে মেঘের কৈতর ধরে রাখো

গোত্রপরিচয়

সাদা বালুচরে মুদ্রিত হলো যে নদী
তার স্রোতে কতো ধার কতো যে সঙ্গতি
একদা বাল্যের চোখে দেখা অতিশয়
নদীমাতৃক আমার মাটি, গোত্রপরিচয়

 

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.