Showing 1 of 1
১
দ্বিতীয় লাইনের অপেক্ষায় শেষ হয়
প্রথম লাইন
শেষ হয় না আসলে
অপেক্ষার ভেতর উড়তে থাকা
প্রতিটি আলোকবিন্দুই নিভে যায়
ডুবে যেতে যেতেও একজন
আঁকড়ে ধরতে চাইছে একটি বিন্দু
২
ছাই না-হওয়া পর্যন্তই বেদনা, তারপর স্মৃতিভস্ম…
যেকোনো তাসে বাজি ধরার মতো অবলীলায়
উড়িয়ে দেয়া যায়
তোমাকে আলোকিত করবে বলে চাঁদ
অন্যকাউকে অন্ধকারে ঠেলে দেয়…
৩
ক্রমশ ফিকে হয়ে আসা আলো
কেউ নেই—জলের ভেতর পড়ে থাকা
জলের ছায়া চিহ্নিত করা সহজ নয়…
তোমার স্মৃতিতে ডুবিয়ে রাখা হাত জলের
শাসন ছিঁড়ে উঠে আসা মাছের মতো
উঠে আসতে চাইছে…
সমস্ত সান্ত্বনাই মিথ্যা—মাৎস্যন্যায়ের
গল্প থেকে উঠে আসে নতুন কোনো প্রবঞ্চক…
পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Showing 1 of 1