স্বপন নাগ এর অণুগল্প ’লড়াইয়ের ময়দান’

0

লড়াইয়ের ময়দান

শ্রমিকদের মুহুর্মুহু কর্তৃপক্ষবিরোধী শ্লোগানে জি. এম. অফিসের সামনে উত্তেজনাপূর্ণ আবহ।একদিনের নোটিশে প্রায় এক মাস ধরে বন্ধ জগন্নাথ জুট মিল। চব্বিশ দফা দাবিদাওয়া সহ পুনরায় মিল খোলার আন্দোলনে জড়ো হয়েছে শ্রমিকরা। জি.এম. এর এয়ারকন্ডিশনড ঘরে ঢুকেছেন নেতা মতি বাগচি। শ্রমিকদের পক্ষে জি.এম. এর সঙ্গে কথা বলবেন।
জি.এম.এর ইশারায় নেতা এখন উল্টোদিকের চেয়ারে। ঠান্ডা জল রেখে গেল বেয়ারা। ‘তোমার নেতা আমার নেতা মতি বাগচি জিন্দাবাদ’ বাইরের শ্লোগানের শব্দ শোনা যাচ্ছে ভেতর থেকেও। মিনিট দশেক কথাশেষে বেরোতে গিয়েও ঘুরে দাঁড়ালেন মতি বাগচি। কিছু বলতে যাচ্ছিলেন। তার আগেই জি.এম. আশ্বস্ত করলেন, ‘খেয়াল আছে। আপনার ছেলের পোস্টিংটা কানপুরে করে দেব।’
মতি বাগচি জি. এম. অফিসের বাইরে বেরিয়ে এলেন। সামনে কয়েক শো শ্রমিকের উদ্বিগ্ন দৃষ্টি। হাত তুলে আশ্বস্ত করলেন নেতা। কাছেই রাখা একটা উঁচু টুলের ওপর দাঁড়িয়ে বললেন, ‘বন্ধুগণ, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে মনে রাখতে হবে, লড়াইয়ের ময়দান ছেড়ে আমরা যাচ্ছি না!’
উদ্বুদ্ধ জনতা সমস্বরে শ্লোগান তুলল, আমাদের সংগ্রাম চলছে, চলবে!

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.