কুমকুম বৈদ্য‘র এক গুচ্ছ বৈশাখী কবিতা

0

কুমকুম বৈদ্ ‘র এক গুচ্ছ বৈশাখ


ধু ধু করে দুপুরের জল
ছায়ারা দৈর্ঘ্য চুরি করে এসেছে
বৈশাখ ফিরে উষ্ণতম আলিঙ্গন ওড়ে।


পলাশের মরসুম শেষে কৃষ্ণের চূড়া যায় দেখা
এখনো আকাশ লালে লাল
পিঠিপিঠি জন্মদিন যার রবীন্দ্রনাথ আর পয়লা বৈশাখ।


জীবন এখন খুব মাপিসারে চলার সময় নদীটির বুক ফাটে,
কোথাও মাটির সরিসৃপ এঁকেবেঁকে ফেরে
মেরুদন্ড খোঁজ করে তার।


আরো কিছু নেই তাই বলে?
মেঘের ঘরেতে জমা ধুলো
গ্রেনেডের প্রিতি উপহার
কারা যেন কোথায় পাঠালো


প্রেমে সব কাঠফাটা রোদে
তীর্থের কাক এসে বসে
বৈশাখ আসর জমালো।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.
Leave A Reply