কাজী শোয়েব শাবাব এর কবিতা ‘অরণ্যকাণ্ড’

0

১.
খাটের মাথায় লতাপাতা-ফুল খোদাই করা কাঠের নিচে
মাথা রেখে ঘুমিয়ে পড়েন যারা,
মনে মনে তারা ভীষণ বনচারী।

২.
চিতাকাঠে শুয়ে প্রণম্য অগ্নিঅরণ্যে দেহ ভস্ম হবার দৃশ্য
না দেখেই লোকটা অদৃশ্য হয়ে গেল।

৩.
পোড়াদহ স্টেশনে বিক্রি হয়ে গেছে কমলাপৃথিবী
জন-অরণ্যে খোসা ছাড়া কমলার ভুরভুরে ঘ্রাণ।

৪.
ব্ল্যাক ফরেস্টে পা রাখতেই সাপে কাটে স্বপ্নে
জাগরণে জ্বালাপোড়া, যন্ত্রণা সাতদিন
ফুলে যায় পা, ভরে ওঠে পুঁজে।
ফুটো করে দিলে বাচ্চা একটা সাপ বেরিয়ে মাকে খোঁজে।

৫.
অ্যামাজন ছেড়ে আসা ম্যাকাওয়ের দল
বুঝে গেছে—
বন্দি জীবনে স্মৃতিই সম্বল।

৬.
উইকিপিডিয়া থেকে পরিভ্রমণে ঝাঁপ দিলে
রাতারগুল জলাবন
নৌকায় বসে স্পষ্ট দেখা যায়—
করচের ডালে শঙ্খলাগা দুটো হলদে সাপ।
সিঁদুরে মৌটুসি উড়ে এসে চুমু খায় হিজলের ফুলে
জলের শিহরণে দুলে ওঠে আচানক অভয়ারণ্য।

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Share.

Comments are closed.