সাদাত সায়েমের কবিতা। ডানপিঠে বালিকা

0
Showing 1 of 1

পথে 
রিকশায় কিংবা বাসে
মাঝে সাঝে শহরটাকে
বড়ো আপন লাগে
তখন মনে পড়ে তোমার কথা
       — ডানপিঠে বালিকা!
ফলে থেমে যায় 
শহরের যতো শোরগোল
দেখি সামনে ইয়া মস্ত নদী বইছে
তোমার নাভিমূলে পদ্ম ফুটছে

বাড়ি-ফেরার রাস্তা হারিয়ে ফেলি আমি 
শুধু তোমার সাইকেলের টুং-টাং শুনি!

পাঠপ্রতিক্রিয়া ও মন্তব্য
Showing 1 of 1
Share.

Comments are closed.