Cart(0)

ভাঁটফুলসূত্র, ই-সাময়িকী ফেব্রুয়ারি ২০২১

ভাঁটফুলসূত্রের কোনো ধ্রুবতারা নেই, ধ্রুব সত্যও জানা নেই। অজানা পথে চলার আনন্দে ঘাটে ঘাটে পান খাওয়ার বাসনা পুষে রাখে যে  মাঝি— ঝঞ্ঝা ও ঝড়ের কবলে বৈঠা বাওয়ার পথে সেটাই তার সঞ্জিবনী সুধা, অচিনপথের প্রেমের তরী বেয়ে কখনো যা ভেসে আসে ঢেউয়ের পরশে।

মানুষের অকৃত্রিম জীবনতৃষ্ণা, আকাঙ্ক্ষা ও কল্পনার সৌন্দর্য— মিথ, কিংবদন্তী, লোকগাথাসমূহে— গুহাচিত্র, লোককথা, কবিতা, গল্প বা উপন্যাসের শরীরে, ভাষায়, বয়ানে প্রস্ফুটিত। প্যারাবল বা পরাকথা সাহিত্যের এক প্রাচীন পরম্পরা। ভাঁটফুলসূত্র এই পরম্পরায় যুক্ত হয়ে পাঠকের সনে সখ্য গড়ে তুলতে চায়।

পথ অজানা, মন তবু অচেনারেই চায়!

ডাউনলোড করুন ভাঁটফুলসূত্র : ৩য় সংখ্যা

Leave a Comment